১০ জুন থেকে চালু হতে পারে বাংলাদেশ-ভারত বাস সার্ভিস।

১০ জুন থেকে চালু হতে পারে বাংলাদেশ-ভারত বাস সার্ভিস।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সরকারিভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি না হলেও আসছে ১০ জুন থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল পুনরায় শুরু হতে পারে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও শ্যামলী এনআর ট্রাভেলসকে এ বিষয়ে মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বাঙলা কাগজ ও ডনকে জানান, কোনও লিখিত নির্দেশ না পেলেও ১০ জুন থেকে বাস চালু করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে বাস সেবা বন্ধ রাখার আগে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫টি রুটে বাস চলাচল করতো। সেগুলো হলো : ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা ও ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা।

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল। প্রায় ২৬ মাস পর বিশ্বজুড়ে যখন করোনা মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে, তখনই চাকা গড়িয়েছে ঢাকা-কলকাতা এবং কলকাতা-খুলনা রুটের রুটে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। আজ বুধবার (১ জুন) থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে চলছে মিতালী এক্সপ্রেস। দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে অনেক আগেই। এখন বাকি যাত্রীবাহী বাস চলাচল।