বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; চট্টগ্রাম : ‘সরকারি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে’ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সেখানে অবৈধ বসতিতে বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাসিন্দারা। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট থেকে বায়েজিদ লিঙ্ক সড়কে অবস্থান নেন তাঁরা।

পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বায়েজিদ লিঙ্ক রোড ও ফৌজদারহাট-বন্দর সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি- পানি-বিদ্যুতের সংযোগ দিতে হবে এবং উচ্ছেদের আগে পুনর্বাসন করতে হবে। বিক্ষোভের সময় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বায়েজিদ বোস্তামি থানা সূত্রে জানা গেছে, আলীনগরের বাসিন্দারা সড়ক অবরোধ করেছে। লিঙ্ক রোড সড়কটি ব্লক করে দিলে তাঁরা অন্য জায়গায় চলে যান। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

এর আগে কারাগার স্থানান্তরসহ সরকারি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। অভিযানে পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তবে উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসন যাঁদের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেছে, তাঁরা উচ্ছেদে বাধা দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।