১ বছর ব্যাংকের যানবাহন কেনা, আপ্যায়ন, ভ্রমণ ও মনিহারি ব্যয় বন্ধ।

১ বছর ব্যাংকের যানবাহন কেনা, আপ্যায়ন, ভ্রমণ ও মনিহারি ব্যয় বন্ধ।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আগামী ১ বছর ব্যাংকে সকল প্রকার যানবাহন কেনা, আপ্যায়ন, ভ্রমণ ও মনিহারি ব্যয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর প্রেরণ করা হয়।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে : 

ক) নতুন বা প্রতিস্থাপক হিসেবে সকল প্রকার যানবাহন ক্রয় বন্ধ থাকবে; 

খ) শুধু জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাবপত্র ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে; এবং

গ) উপরের (ক) ও (খ) এর নির্দেশনা মোতাবেক সাশ্রয়কৃত অর্থ অন্য কোনও খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।

২। পূর্বোক্ত অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা অনুসারে ব্যয় হ্রাস সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে নিরীক্ষার নিমিত্ত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের চাহিদার প্রেক্ষিতে সরবরাহ করতে হবে।

৩। এই নির্দেশনার ক্ষেত্রে জুলাই, ২০২২ থেকে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ডিসেম্বর, ২০২২ এর আর্থিক বিবরণী এবং জানুয়ারি, ২০২৩ থেকে জুন, ২০২৩ পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ডিসেম্বর, ২০২৩ এর আর্থিক বিবরণীতে প্রতিফলিত হতে হবে।

৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। 

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।