হাইকোর্টে স্থায়ী হলেন ৯ বিচারপতি

হাইকোর্টে স্থায়ী হলেন ৯ বিচারপতি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছর আগে অতিরিক্ত হিসেবে নিয়োগপ্রাপ্ত ৯ বিচারপতিকে স্থায়ী করা হয়েছে। আরও দুই বিচারপতিকে ছয়মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

৯ বিচারপতি হলেন : বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি শওকত আলী চৌধুরী, বিচারপতি আতাবুল্লাহ, বিচারপতি আলী রেজা, বিচারপতি বজলুর রহমান, বিচারপতি ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি বশিরউল্লাহ এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান। 

বিকেলে সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে তাঁদের শপথ পড়ান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। 

তবে দুই বছর আগে অতিরিক্ত হিসেবে নিয়োগ পাওয়া দুজনকে স্থায়ী করা হয় নি। তাঁদেরকে আরও ছয়মাসের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন : বিচারপতি এস এম মাসুদ হোসাইন ও বিচারপতি আমিনুল ইসলাম।

২০২২ সালের ৩০ আগস্ট এই ১১ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার।