সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায় নি জামায়াত

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায় নি জামায়াত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশের অনুমতি দেয় নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী ও অতিরিক্ত উপ-কমিশনার সৈয়দ মামুন মোস্তফা।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে শুক্রবার সমাবেশ করার অনুমতি দেওয়া হয় নি।’  

পহেলা আগস্ট রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিলো জামায়াতে ইসলামী। ডিএমপির পক্ষ থেকে ওই সমাবেশের অনুমতি দেওয়া হয় নি। এরপর শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি। সেখানে বেলা আড়াইটায় সমাবেশ করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করে তারা। তবে এবারও অনুমতি দেওয়া হয় নি।

এক দশক পর জামায়াত ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে গত ১০ জুন। ওই সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিলো।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া পাহাড়ে জঙ্গিবাদের প্রশিক্ষণে জামায়াতের অর্থায়ন ছিলো। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিতে আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া এ দলটি কাজ করছে বলেই গোপন সূত্র বলছে।