সারাদেশের জনগণকে শান্ত থাকার অনুরোধ খালেদা জিয়ার

সারাদেশের জনগণকে শান্ত থাকার অনুরোধ খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর শেখ হাসিনার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু ১৭ জুলাইয়ের পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন বহু মানুষ।

মূলত তারপর থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী-জনতা। সেই আন্দোলনের মুখেই সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। বিমান বাহিনীর একটি বিমানে চেপে ভারতের উদ্দেশে রওনা দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সফরে শেখ হাসিনার সঙ্গে তাঁর ছোটবোন শেখ রেহানাও রয়েছেন।