সিএনজিচালিত বাসে লাগাতে হবে স্টিকার

সিএনজিচালিত বাসে লাগাতে হবে স্টিকার
ডন প্রতিবেদন : ভাড়া বাড়ানোর একদিন পর বৈঠক করে সিএনজিচালিত বাস আলাদা করে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিকদের দাবির মুখে গত রবিবার (৭ নভেম্বর) বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে শুধু ডিজেলচালিত বাসের জন্য নতুন ভাড়া কার্যকর হবে বলেই জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তবে ডিজেলচালিতের পাশাপাশি সিএনজিচালিত বাসও বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগের প্রেক্ষাপটে মঙ্গলবার (৯ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ে বাস মালিক-শ্রমিক নেতা এবং পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে দুই জ্বালানিতে চালিত বাসগুলো আলাদাভাবে চিহ্নিত করার সিদ্ধান্ত আসে। নতুন যে ভাড়ার হার ঠিক হয়েছে, তার বেশি আদায়ের অভিযোগ আসায় বাড়তি ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্তও হয়েছে। বৈঠকের পর বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ বাংলা কাগজ এবং ডনকে বলেন, সিএনজিচালিত বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে, এমন অভিযোগ পেয়েছেন তাঁরা। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত থেকেও এর প্রমাণ পাওয়া গেছে। ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিএনজিচালিত বাসে স্টিকার লাগিয়ে দেবো। বিষয়টি নিয়ে আমরা মালিক সমিতিকে চিঠি দিয়ে দিয়েছি। পাশাপাশি আমরাও বিষয়টি মনিটর করবো। আমাদের ম্যাজিস্ট্রেট, ঢাকার ডিসি অফিসের সব ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে আগামী পরশুদিন (বৃহস্পতিবার) থেকে। আমাদের চেষ্টা থাকবে কেউ যেনো এক টাকাও অতিরিক্ত ভাড়া নিতে না পারে।’ সভায় উপস্থিত একজন কর্মকর্তা বলেন- ভাড়া যেহেতু বেড়েছে, কোথায় বেশি নিচ্ছে এবং কীভাবে এটা আদায় করা হচ্ছে, এর সঠিক তথ্য জানার পরে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তিনি জানান, বুধবার (১০ নভেম্বর) পরিবহন মালিক ও শ্রমিকেরা একটি যৌথসভা আহ্বান করেছেন। ওই সভায় তাঁরাই ঠিক করবেন, বাড়তি ভাড়া আদায় বন্ধে তাঁরা কী করবেন। সভায় উপস্থিত থাকা ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) গুলশান বিভাগের উপকমিশনার রবিউল ইসলাম বলেন, ‘সরকার কর্তৃক পুনর্নির্ধারিত বাস ভাড়া আদায় নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।’