সাভারে ফার্নিচার কারখানায় আগুন। দমকল কর্মীসহ আহত ২০।

সাভারে ফার্নিচার কারখানায় আগুন। দমকল কর্মীসহ আহত ২০।
ডন সংবাদদাতা, সাভার : সাভারের একটি ফার্নিচার তৈরির কারখানায় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় বহুজাতিক ফার্নিচার কোম্পানি নাভানা ফার্ণিচার কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে কারখানার একটি ফ্লোরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আর আগুনের তীব্রতা বেশি হওয়ায় মুহুর্তেরমধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ফার্নিচার কারখানায় ৭ শতাধিক শ্রমিক কাজ করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আগুনে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।