স্বাস্থ্যমন্ত্রী : প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাবো

স্বাস্থ্যমন্ত্রী : প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাবো

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সরকারের প্রচেষ্টা রয়েছে। এজন্য আমরা সবাই কাজ করছি। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতেও আমরা কাজ করে যাবো।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন ৩০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বহুল প্রতীক্ষিত ৩০ শয্যাবিশিষ্ট নতুন আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে এখন শয্যা সংখ্যা বেড়ে ৫০টি হয়েছে। আমি এই কলেজের একজন প্রাক্তন ছাত্র। এটি উদ্বোধন করতে পেরে তাই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এই আইসিইইউ ইউনিট বড় ভূমিকা রাখবে।

ডা. সামন্ত লাল বলেন, আমার লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা উন্নত করা, যেনো মানুষের কষ্ট লাঘব করা যায়। প্রান্তিক পর্যায়ের জেলার কোনও মানুষকে সেখানে ভালো চিকিৎসা দিতে পারি। তাহলে চমেক হাসপাতালের ওপর থেকে চাপ কমবে। অনেক দূরের পথ পাড়ি দিয়ে মানুষকে কষ্ট আর ভোগান্তি সহ্য করে এখানে চিকিৎসার জন্য ছুটে আসতে হবে না। তাই আমার লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাকে উন্নত করা।

তিনি বলেন, চট্টগ্রামের অনেক দগ্ধ রোগী ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পথিমধ্যে মারা যায়। এটি খুবই কষ্টের। এজন্য চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে। এজন্য বেশকিছু কাজ আমরা গুছিয়ে এনেছি। পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হলে আগুনে পোড়া রোগীরা চট্টগ্রামেই উন্নত চিকিৎসা পাবে।

এদিন হাসপাতালের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।