স্বপ্নের রাজবাড়ী’র পক্ষ থেকে ল্যাপটপ পেলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

স্বপ্নের রাজবাড়ী’র পক্ষ থেকে ল্যাপটপ পেলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : ‘আমরা গরবো রাজবাড়ী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়েছে। মেধাবী এই শিক্ষার্থী হলেন সাধনা রানী দাস। তিনি জন্ম থেকেই অন্ধ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আজ বুধবার (২০ এপ্রিল) জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ল্যাপটপ বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় দুই শতাধিক গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রিও তুলে দেওয়া হয়। উপহার সামগ্রির মধ্যে ছিলো পোলাও চাল, চিনি, সয়াবিন তেল, সেমাই ও গুড়োদুধের প্যাকেট। স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এবং রাজবাড়ী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান স্বপন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা আশরাভ হোসেন খান, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অন্যরা।