অসদুপায়ের দায়ে বকশীগঞ্জে এসএসসির দুই পরীক্ষার্থী বহিষ্কার।

অসদুপায়ের দায়ে বকশীগঞ্জে এসএসসির দুই পরীক্ষার্থী বহিষ্কার।

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্র  পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বাঙলার কাগজ ও ডনকে বলেন, বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় দুই পরীক্ষার্থীকে তল্লাশি চালালে তাঁদের পকেট থেকে নকল পাওয়া যায়। পরে আমি তাঁদের বহিষ্কার করি।

তিনি আরও জানান, ‘দুই পরীক্ষার্থীই মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘আমি সকালে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে যাই পরিদর্শনের জন্য। এ সময় দুই পরীক্ষার্থীকে দেখে আমার সন্দেহ হয়। পরে তল্লাশি চালালে দুই পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়া যায়। তখন কেন্দ্র সচিব তাঁদের বহিষ্কার করেন। এবার প্রতিটি কেন্দ্রে প্রশাসনের নজরদারি থাকবে। কোনও প্রকার অনিয়ম মানা হবে না।’