সাবিনা : আজ আমার জীবনের সেরা দিন।

সাবিনা : আজ আমার জীবনের সেরা দিন।

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাংলাদেশ নারী ফুটবল দলের ‘ওয়ান উইমেন আর্মি’ ছিলেন সাবিনা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর অভিজ্ঞতা ১২ বছরের। সেই ২০১০ সালে শুরু হওয়া প্রথম আসর থেকেই খেলছেন তিনি। সাফে আগেও গোল এসেছে তাঁর পা থেকে। কিন্তু চূড়ান্ত সফলতা আসে নি। কারণ তখন তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য সানজিদা, কৃষ্ণা রানী, শামসুন্নাহাররা ছিলেন না। তাঁরা এক হয়ে এবার নেপালকে হারিয়ে দেশকে সাফের শিরোপা এনে দিয়েছেন। যা তাঁর ২৮ বছরের জীবনের সেরা দিন বলে মন্তব্য করেছেন সাবিনা।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা উচ্ছ্বাস ভরা কণ্ঠে তাই বলেন, ‘এটাই আমার ক্যারিয়ার সেরা টুর্নামেন্ট। ১২ বছরের অপেক্ষার অবসান ঘটেছে এই টুর্নামেন্টে। এই দিনটিই আমার জীবনের সেরা।’

সাবিনা খাতুন পাঁচ ম্যাচে আসরের সর্বোচ্চ ৮ গোল করেছেন। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে এবং ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৬ সালে শিলিগুড়ি সাফে স্বপ্নভঙ্গ ভুলে যাওয়ার উপলক্ষ পেয়েছেন। 

২০০৩ সালে ছেলেদের সাফের পর দেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন। এখন তাঁর আরও বড় স্বপ্ন দেখার সময়। কৃষ্ণা, মারিয়াদের বড় স্বপ্ন দেখানোর পালা।

সাবিনা চলার পথের সহযোগী বাবাকে হারিয়েছেন। যাঁর হাত ধরে ফুটবলে আসা। বড় অর্জন প্রিয়জনকে মনে করায়। সাবিনাও চোখের পানি থামাতে পারলেন না, ‘বাবা (আকবর আলী) বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। এখন আমার আরেকজন অভিভাবক হলেন রব্বানী (কোচ) স্যার।’