নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করতে আগামীকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার (২৫ এপ্রিল) নয়াদিল্লীতে বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় একদিনের সফরে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি নিয়ে যাবেন।’
জয়শঙ্করের আসন্ন ঢাকা সফরের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশে ভারতের প্রাক্তন হাইকমিশনার শ্রিংলা গণমাধ্যমকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন এবং এটি একদিনের সফর হবে।’
শ্রিংলা নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত লোগো এবং ব্যাকড্রপ ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
নয়াদিল্লীর কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ কে আবদুল মোমেনের আয়োজনে নৈশভোজেও যোগ দেবেন তিনি।
সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, গত কয়েক মাসে যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনা ঘটছে, এমন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফরে অনেক মূলতবি বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ গত ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লী সফর করেন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বছর উদ্যাপনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করেন।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেছেন।
বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমান কালটা ‘সোনালী অধ্যায়’ হিসেবে বিবেচিত হচ্ছে।