সুন্দরবন, বাঘ ও জামদানিতে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

সুন্দরবন, বাঘ ও জামদানিতে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে হাতে রয়েছে এখনও সপ্তাহ তিনেকের মতো। অন্যান্য সব দল আগেই নিজেদের জার্সি উন্মোচন করলেও বাংলাদেশ ছিলো একটু ‘পিছিয়ে’। অবশেষে উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি জনসম্মুখে আনা হয়েছে। লাল ও সবুজ রঙের মিশেলে বাংলাদেশের ঐতিহ্য আর গৌরব ধারণ করেই এবার বিশ্বকাপের জার্সির নকশা তৈরি করা হয়েছে।  

এবারের বিশ্বকাপ জার্সির থিমে প্রাধান্য পেয়েছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, সেই সুন্দরবনের গর্ব বাঘ এবং বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি।

বিশ্বকাপ জার্সির সমগ্র ‘জমিন’ জুড়েই রয়েছে সুন্দরবনের ঐতিহ্যবাহী গোলপাতার জলছাপ। এবং নিচের দিকে রয়েছে গর্জন তোলা রয়েল বেঙ্গল টাইগারের মুখের ছাপ। আর দুই পাশ দিয়ে লাল রঙের উপর ফুটে উঠেছে বাংলাদশের ঐতিহ্যবাহী জামদানির নকশা। 

এ ছাড়া বুকের উপর সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ। আর বুকের বাম দিকে বিসিবি ও ডানপাশে বিশ্বকাপের লোগো রয়েছে।

এদিকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি নিতে গতকাল শুক্রবারই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ড আর পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগারেরা।

ত্রিদেশীয় সিরিজ শেষ করে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে সাকিব আল হাসানের দল। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

লিঙ্ক : https://www.facebook.com/watch/?v=1149395072362447&t=49