সীতাকুণ্ডে রাসায়নিক কন্টেইনার নিয়ন্ত্রণে আনতে চাইছে ফায়ার সার্ভিস।

সীতাকুণ্ডে রাসায়নিক কন্টেইনার নিয়ন্ত্রণে আনতে চাইছে ফায়ার সার্ভিস।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ৩৭ ঘণ্টা পার হয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নি।

ফায়ার সার্ভিস বলছে, জ্বলন্ত কন্টেইনারগুলোর পাশে একটি কন্টেইনারে রাসায়নিক থাকতে পারে। এ কারণে সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তাঁরা। তাঁদের মূল লক্ষ্য, রাসায়নিক কন্টেইনারটি নিয়ন্ত্রণে আনা।

আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে, তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। গত শনিবার রাতে ডিপোতে আগুন লাগার পর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে।। সোমবার (৬ জুন) সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি। সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা করছে।

ছয় থেকে সাতটি কন্টেইনারের ভেতর আগুন জ্বলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান। এই কন্টেইনারগুলোয় রপ্তানি পোশাক রয়েছে বলে জানান তিনি। এর পাশেই একটি কন্টেইনারে রাসায়নিক থাকতে পারে বলেই ধারণা করছেন তাঁরা। 

তিনি বলেন, এখন লক্ষ্য ওই কেমিক্যালের কন্টেইনারটি নিয়ন্ত্রণে আনা।

সরেজমিন দেখা গেছে, ডিপোর ভেতরের পশ্চিম পাশে কয়েকটি কন্টেইনারে আগুন জ্বলছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ওপর ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটানোর কাজ করছেন। অর্ধশতাধিক কন্টেইনার থেকে এখনো ধোঁয়া উঠছে। পূর্ব পাশের টিনশেডের ভেতরে আগুন জ্বলছে। পুরো এলাকা আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

ডিপোর ভেতরে এখনো রাসায়নিকের ধোঁয়া উঠছে। ডিপোর মূল ফটকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তাঁরা সাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে রেখেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের ২৫টি দল কাজ করছে। রাতে যোগ দিয়েছে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ দল। সকালে ফায়ার সার্ভিসের মোট ১০টি দল কাজ করছে।