স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিফিনের টাকায় শিক্ষাসামগ্রী পেলেন ২০ জন

স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিফিনের টাকায় শিক্ষাসামগ্রী পেলেন ২০ জন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; শাহিনুর আলম শাহিন, হিলি : স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের টিফিনের খরচ থেকে বাঁচানো অর্থ দিয়ে দিনাজপুরের হিলিতে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় ২০ জন শিক্ষার্থীর মাঝে এক বছরের শিক্ষা উপকরণ প্রদান করেছেন। তাঁরা এসব উপকরণ প্রদান করেছেন হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাহিলি (১) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ২০ জন শিক্ষার্থীর হাতে ব্যাগ, খাতা, কলম এবং স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

এ সময় সেখানে বাংলাহিলি (১)সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, হাকিমপুর ফাউন্ডেশনের মোস্তাকিম আহম্মেদ, মারুফ, ফাইজি এবং সাকিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

হাকিমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ পলাশ বাঙলার কাগজ ও ডনকে বলেন, হিলির বিভিন্ন স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন তৈরী করা হয়েছে। তাঁদের টিফিনের টাকা দিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাহিলি (১) সরকারি মডেল প্রাথমিক স্কুল, বাংলাহিলি (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন দরিদ্র ও অসহায় শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ প্রদান করা হলো।