আরএমপি পুলিশের মহানুভবতায় পরীক্ষা দিতে পারলো ২ এইচএসসি শিক্ষার্থী

আরএমপি পুলিশের মহানুভবতায় পরীক্ষা দিতে পারলো ২ এইচএসসি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহী মহানগরীতে এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্র ভুল করায় তাঁকে মোটরসাইকেলে করে পৌঁছে দিয়েছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। একইসঙ্গে ভুল করে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড কেন্দ্রে না নিয়ে আসা আরও এক পরীক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে যথা সময়ে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচএসসি ও সমমান পরীক্ষার ছিলো প্রথমদিন। হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজের এক শিক্ষার্থীর কেন্দ্র ছিলো রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে। কিন্তু তিনি ভুলক্রমে চলে যান রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে রোল নম্বর খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুল বুঝতে পারলেও অনেক সময় অতিবাহিত হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ নিজে সেই পরীক্ষার্থীকে মোটরসাইকেলযোগে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা শুরুর পূর্বেই পৌঁছে দেন।

এদিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার এভার গ্রীন মডেল কলেজের এক পরীক্ষার্থী ভুলক্রমে তাঁর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে না নিয়ে রাজশাহী কোর্ট কলেজ পরীক্ষাকেন্দ্রে চলে আসেন। সেখানে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া তাঁকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না দিলে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনিরুজ্জামানের নজরে আসে। পরবর্তীতে তিনি নিজ দায়িত্বে সেই পরীক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে পরীক্ষার সুব্যবস্থা করে দেন। 

এই পৃথক দুটি ঘটনায় পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আবেগাপ্লুত হন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। 

আরও উল্লেখ করা যেতে পারে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াতের জন্য আরএমপি’র ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগগুলোকে সম্মিলিতভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।