শ্যামল বণিক অঞ্জনের কবিতা ‘ভাল্লাগে না!’
ভাল্লাগে না তোষণনীতি
ভাল্লাগে না তেল,
ভাল্লাগে না ভেল্কিবাজি
ভাণুমতির খেল!
ভাল্লাগে না ছোট মুখে
বড় কথার শেল,
ভাল্লাগে না ন্যাড়া মাথায়
পড়লে ভারী বেল।
ভাল্লাগে না চামচাগিরি
ভাল্লাগে না ছল,
ভাল্লাগে না প্রতারণা
ফাঁদ আর গ্যাঁড়াকল।
ভাল্লাগে না গলাবাজি
ভাল্লাগে না ঢং,
ভাল্লাগে না যখন তখন
বদলানো যে রঙ।
ভাল্লাগে না শীবেরই গীত
ভানতে গেলে ধান,
ভাল্লাগে না অযোগ্যদের
মিথ্যে জয়গান।
নকলা, শেরপুর, বাংলাদেশ