এখানে জীবন এমনই : আব্দুল্লাহ আল ফারুক মুরাদ

এখানে জীবন এমনই : আব্দুল্লাহ আল ফারুক মুরাদ

এমন হবে হয়তো
কেউই জানতো না
আর জেনেই বা কি লাভ?

মানুষগুলো আজ 
মিছে বুলি আওড়ায়;
সেটাই হয়ে ওঠে অভিধান।

হবে না কেন?
সবাই ভীষণ চালবাজ 
একটুও সত্যি বলে না।
মিথ্যার বাণিজ্যে ভরপুর ময়দান।

অথচ কোনো এক সভ্যতায়
সময়গুলো প্রজাপতির ডানার মতো ঝলমলে
মনের কোনে কখনো দানব চেপে বসতো না।

সময়, তুমি, আমি...
সবাই রঙ বদলের খেলায় মশগুল
জীবনকে জটিল করে।

এখন অবেলা...
মায়াগুলো বাষ্পীভূত হয়ে উড়ে যায়
চোখের কোনে একটু আকুতি জাগে না
বরং দাম্ভিকতার আচঁড়ে ক্ষত-বিক্ষত।

কেউ আর অন্যকে নিয়ে ভাবে না
প্রিয়জন-পরিজন এসব এখন 
তোয়াক্কার আড়ালে অসাড়।

তাই কি?
দেশ-দশ গোল্লায় যাক
নিজের উঠোনে চাই লাল কাকাতোয়া
বুলি আওড়াবে আর হরেক রকম
মণি মাণিক্যের ঝনঝনানিতে আত্মহারা।

কেন সবাই এমন?
হবে না কেন, পাশের বাসার সুজন 
তার চেহারা পাল্টে দিব্বি 
হরহর করে হেঁটে চলছে দখিনা বায়
সবকিছু ছাড়িয়ে মাথাটুকো বাড়িয়ে।

কাকে তুমি শেখাবে!
সবাই ভীষণ চালবাজ 
দাবার গুটিও ভয় পায় আমাদের;
কোনো ভুল চালে যদি জীবন যায়।

এখানে জীবন আপাতত এমন
যে যত অপকর্মের হোতা
সবাই তার শাগরেদ। 

তাহলে এ সমাজে কি বাঁচতে নেই!
হুম, বাঁচবে তবে কায়দা করে
অন্যের দুয়ার বন্ধ করে
নিজের গোলায় খিল মেরে।

সবাই কি তবে এমন?
হয়তো কিম্বা নয়তো;

তুমি কেমন?
তা কখনোই বুঝতে দিবে না
গহীন জলে তুমি একমান শিকারী 
একটু ভুলে হয়তো কেউ ঘাড় মটকে দিবে।

বরং পিছিয়ে যাও
না হয় নিজেকে সঁপে দাও
হায়নাদের দলে যুদ্ধ-যুদ্ধ খেলা করে।