শিমুলিয়া থেকে লঞ্চ চলাচল বন্ধ। ভোগান্তিতে হাজারো যাত্রী।

শিমুলিয়া থেকে লঞ্চ চলাচল বন্ধ। ভোগান্তিতে হাজারো যাত্রী।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মুন্সীগঞ্জ : বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে আজ (শনিবার : ৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো হাজারো যাত্রী। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটি’র কর্মকর্তা শাহাদাত হোসেন বাঙলা কাগজ ও ডনকে জানান, অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকা ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সব ধরনের লঞ্চ চলাচল সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনাক্রমে যাত্রীদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে ঘাটে আসছেন হাজার হাজার যাত্রী। মোটরসাইকেল ও যাত্রী পারাপারে হিমশিম অবস্থায় ঘাট কর্তৃপক্ষ। ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট ঘাটেও যাত্রীদের প্রচণ্ড ভিড়। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।