লোডশেডিং নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী।

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রতিমন্ত্রী বলেন, আগামী মাস (সেপ্টেম্বর) থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে। উৎপাদন বাড়িয়ে অক্টোবর থেকে স্বাভাবিক হবে।

রোববার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এতোদিন দেশের প্রতিটি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিয়েছি, এখন সাময়িক সমস্যা হচ্ছে, তা ঠিক হয়ে যাচ্ছে।