রুমায় সোনালী ব্যাংক লুট করেছে কুকিচিন : ম্যানেজারকে অপহরণ!

রুমায় সোনালী ব্যাংক লুট করেছে কুকিচিন : ম্যানেজারকে অপহরণ!

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে কুকিচিনের সশস্ত্র সন্ত্রাসীরা। সেইসঙ্গে ওই শাখার ম্যানেজার ও নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্রও কেড়ে নিয়ে গেছে তারা। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাহাড়ের সশস্ত্র গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক সদস্য এদিন রাতে রুমা বাজারে এসে মসজিদ ও ব্যাংক ঘেরাও করে।

এ সময় তারা সেখানকার সবাইকে জিম্মি করে এবং ব্যাংকের ভল্টে থাকা ১ কোটি ৫৯ লাখ টাকা ও ডিউটি পুলিশের ১০টি অস্ত্র ও আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নেয়।

ঘটনাস্থল থেকে যাওয়ার সময় তারা ব্যাংকের ওই শাখার ম্যানেজারকে সঙ্গে করে নিয়ে যায়। 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, কেএনএফের শতাধিক সদস্য এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে ব্যাংক লুট করে।

'এ সময় পুলিশ ও আনসার সদস্যের ১৪টি অস্ত্র কেড়ে নেওয়ার পাশাপাশি সোনালী ব্যাংকের ম্যানেজারকেও তুলে নিয়ে গেছে তারা।'