যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তির পর তাঁর মৃত্যু হয়। 

তাঁর নাম সাইদ ফয়সাল ওরফে আরিফ (২০)। গুলি করার আগে তিনি ধারালো ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান বলে দাবি পুলিশের। 

পুলিশ বলেছে, সাইদ ফয়সালকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়। কিন্তু এতে ফয়সাল না থেমে পুলিশের দিকে আসতে থাকে। তখন একজন পুলিশ অফিসার গুলি চালান। 

জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন। তাঁর পরিবারের প্রায় সকলেই বোস্টনে বসবাস করেন।