কেটে ফেলা হয়েছে ৬০ বিঘা জমির পেঁপে গাছ!

কেটে ফেলা হয়েছে ৬০ বিঘা জমির পেঁপে গাছ!

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ছয় কৃষকের ৬০ বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসব গাছ থেকে প্রায় কোটি টাকার পেঁপে উৎপাদন হতো বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষীদের।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতের কোনও এক সময় উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত চাষিদের বরাতে ওসি জানান, কাশিমপুর এলাকায় ৬০ বিঘা জমি ইজারা নিয়ে পেঁপে গাছ রোপণ করেছিলেন সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম (১১ বিঘা), মজিবুর রহমান (১১ বিঘা) ও জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামের গোলাম মওলা (২৮ বিঘা)। আরও ১০ বিঘা জমিতে পেঁপে আবাদ করেন অন্য এলাকার তিন কৃষক। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে এসব জমির সব পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত সার, বীজ ও শ্রমিক খরচসহ প্রায় ৫০ লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমাদের। গাছে ব্যাপক ফুল এসেছে এবং কিছু গাছে পেঁপেও ধরেছিলো। এসব গাছ থেকে চলতি মৌসুমে প্রায় কোটি টাকার পেঁপে উৎপাদন হতো। কিন্তু দুর্বৃত্তদের কারণে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

তিনি আক্ষেপ করে বলেন, এনজিও থেকে ঋণ ও ধার-দেনা করে পেঁপে চাষাবাদ করেছিলাম। কীভাবে ঋণের টাকা শোধ করবো, বুঝতে পারছি না।

সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে কৃষকরা অভিযোগ জানায় নি। তবে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে শনিবার উপ-সহকারী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত জমিতে পাঠিয়েছেন তিনি।

তিনি আরও জানান, সাধারণত এক বিঘা জমি থেকে চাষীরা প্রতি মৌসুমে আড়াই থেকে তিন লাখ টাকার পেপে বিক্রি করতে পারেন।

ওসি জিয়ারুল বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা দুবৃর্ত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।