মহামারি : ৫ মাস পর বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

মহামারি : ৫ মাস পর বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু
ডন প্রতিবেদন : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় ৫ মাস পর বাংলাদেশ ও ভারতেরমধ্যে বিমান চলাচল শুরু হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের চেন্নাই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে ওই ফ্লাইট চলাচল শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে এবং বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই রুটে এ ফ্লাইট পরিচালনা করবে। প্রতিবেশি ও বন্ধুপ্রতিম দেশটিরসঙ্গে বিমান চলাচল শুরুর দিনে রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১৩৫ জন যাত্রি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে একটি ফ্লাইট। জানা গেছে, আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে সপ্তাহে দুইদিন মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে এবং ৮ সেপ্টেম্বর থেকে রবিবার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই দেশেরমধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হচ্ছে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট। এর মাঝে কোথাও ট্রানজিট হবে না। প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গেলো ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সকল আন্তর্জাতিক ফ্লাইট। তবে ১৬ দিন বন্ধ থাকার পর পহেলা মে থেকে ১২টি দেশ ছাড়া অন্যদেরসঙ্গে আকাশপথ খুলে দেওয়া হয়।