মাহমুদাকে সেলাই মেশিন দিলো বরগুনা জেলা প্রশাসন।

মাহমুদাকে সেলাই মেশিন দিলো বরগুনা জেলা প্রশাসন।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; বরগুনা: মাহমুদা আক্তারের স্বামী নেই। দুই সন্তানকে নিয়েই তাঁর জীবন চলছে। এক্ষেত্রে যেনো অনেকটা নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। এমন অবস্থায় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করবে বলে একটি সেলাই মেশিনের আশায় দরখাস্ত নিয়ে এসেছিলেন বরগুনার জেলা প্রশাসকের কাছে। তবে তিনি শর্তপূরণ সাপেক্ষেই পেলেন সেলাই মেশিন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে এই ‘অসহায়’ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয় বরগুনা জেলা প্রশাসন। জানা গেছে, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান মাহমুদাকে সেলাইয়ের কাজ শেখার শর্তে মেশিন কিনে দেবেন বলে আশ্বাস দেন। মাহমুদা আক্তার জেলা প্রশাসকের পরামর্শে যুব উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে সেলাইয়ের কাজ শেখেন। আর প্রশিক্ষণ শেষে সনদ নিয়ে ফিরে আসেন জেলা প্রশাসক কার্যালয়ে। সেলাইয়ের কাজ করে মাহমুদা আক্তার যেনো তাঁর দুই সন্তান নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন, তাঁকে যেনো আর কষ্ট করে দিনাতিপাত করতে না হয়, তারই সুব্যবস্থা হিসেবে বরগুনা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাহমুদার হাতে তুলে দিলেন একটি সেলাই মেশিন। সেলাই মেশিন পেয়ে মাহমুদার চোখে আনন্দের কান্না চলে আসে। মাহমুদা আক্তার বাঙলা কাগজ ও ডনকে বলেন, যুব উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে সেলাইয়ের কাজ শিখি। আমাকে একটি মেশিন উপহার দিয়েছেন হাবিবুর রহমান স্যার। এখন সেলাইয়ের কাজ করে আমাদের কষ্ট কিছুটা কমবে। এ ব্যাপারে জেলা প্রশাসক হাবিবুর রহমান বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আমাদের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত অসহায় লোকজনের পাশে দাঁড়ানো। তাঁদের সামান্য সহায়তায় একটি পরিবারের দুঃখ-কষ্ট লাঘব হতে পারে।’