মোংলায় সরকারি কর্মকর্তাদের অফিস শুরু সাড়ে ৯টায়।

মোংলায় সরকারি কর্মকর্তাদের অফিস শুরু সাড়ে ৯টায়।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মোংলা (বাগেরহাট) : সরকারি সিদ্ধান্তের প্রথম দিনেই নিয়ম মানেন নি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতিপয় কর্মকর্তা। সকাল ৮টায় অফিস শুরুর কথা থাকলেও বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অফিসে আসেন নি উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা।

এদিকে, যথাসময়ে এসেছেন উপজেলা মৎস্য, মহিলা বিষয়ক, হিসাবরক্ষণ, শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মকর্তা। 

মোংলা উপজেলার বিভিন্ন দপ্তর ঠিকই খোলা হয়েছে নির্দিষ্ট সময়েই। এ নিয়ে অফিস সহকারীরা বলেছেন, ‘প্রথমদিন তাই একটু দেরি হচ্ছে স্যারদের আসতে।’ আবার কেউ বলেছেন, ‘প্রথমদিন তো তাই এমন অবস্থা।’

‘স্যার ভিজিটে গেছেন।’

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিক্যাল কর্মকর্তা আসেন নি সকাল সাড়ে ৯টা পর্যন্ত। যদিও নিয়ম অনুযায়ী ৮টা থেকেই তাঁর ডিউটি রয়েছে হাসপাতালের আউটডোরে। সিডিউল মোতাবেক আউটডোরের অপর চিকিৎসকের কক্ষও খালি, তিনিও আসেন নি সাড়ে ৯টা পর্যন্ত। তবে ইমারজেন্সি বিভাগে সময়মতোই এসেছেন শিডিউলের চিকিৎসকেরা। 

হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা সোহেল রানা বাঙলা কাগজ ও ডনের কাছে স্বীকার করে বলেন, ‘ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার অফিসে এসেছেন সাড়ে ৯টায়। প্রথমদিন তো তাই এমনটা হয়েছে।’