শ্রীপুরে বেশিরভাগ সরকারি অফিস মানে নি নতুন সময়সূচি।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; শ্রীপুর (গাজীপুর) : বিদ্যুৎ সাশ্রয় ও যানজট কমাতে বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলছে। কিন্তু সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদে ঢুকে দেখা গেলো ২৩টি দপ্তরের ৩টিতে তখনও তালা ঝুলছে। বাকি ২০টি দপ্তরের দরজা খোলা থাকলেও ততোক্ষণে মাত্র ৪টি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।
সরেজমিনে পাওয়া গেলো, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘অনেকদিনের অভ্যাসতো কাটিয়ে উঠতে একটু সময় লাগলেও সবাইকে আন্তরিক হওয়া দরকার। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা জরুরি।’
যেসব দপ্তরে তালা ঝুলতে দেখা গেছে, তার তিনটি হলো উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, উপজেলা আনসার ভিডিপির কার্যালয় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
উল্লেখ করা যেতে পারে, খোলা কার্যালয়গুলোর কর্মকর্তারা না আসলেও কর্মচারীদের সময়মতো হাজির হতে দেখা গেছে।