ভাষা শহিদদের জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে দোয়া
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর রাজধানীর গুলশানের বাসভবনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম। এর আগে ভাষা শহিদ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মোনাজাত করা হয়। দেশের কল্যাণ ও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তাজনিত কারণে শহিদ মিনারে যেতে না পারায় মো. সাহাবুদ্দিন তাঁর বাসভবনে এ দোয়ার আয়োজন করেন। এ সময় তিনি বলেন, ‘ভাষা সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাঁদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।’