বুয়েটে প্রথম হওয়া আসীর ঢাবিতেও প্রথম।

বুয়েটে প্রথম হওয়া আসীর ঢাবিতেও প্রথম।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে প্রথম হয়েছেন নটরডেম কলেজের আসীর আনজুম খান। তিনি বুয়েট ভর্তি পরীক্ষায়ও প্রথম হয়েছিলেন।

আসীর ভর্তি পরীক্ষায় ৯৫ নম্বর ও সর্বমোট ১১৫ নম্বর পেয়েছেন। তিনি এমসিকিউতে পদার্থ বিজ্ঞানে পেয়েছেন ১৩ দশমিক ৭৫, রসায়নে ১৫, গণিতে ১৫ এবং জীব বিজ্ঞানে ১৩ দশমিক ৭৫ পেয়েছেন আসীর।

সম্প্রতি প্রকাশিত বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আসীর এর আগে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ষষ্ঠ অবস্থানে ছিলেন। 

এ ছাড়া গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় অষ্টম হয়েছিলেন তিনি।

আজ সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এই ইউনিটে পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী। ১ হাজার ৭৮১টি আসনের জন্য এবার ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন।

ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারছেন।

এ ছাড়া মুঠোফোনের মেসেজ অপশনে রবি, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU KA Roll No টাইপ করে ১৬৩২১ নম্বরে খুদেবার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ৬ জুলাই বেলা ৩টা থেকে ২১ জুলাই বেলা ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রমের ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম ফার্মেসি অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে।

কারও ফলাফল নিয়ে সন্দেহ থাকলে, তা নিরীক্ষার জন্য ১ হাজার টাকা ফি দেওয়া সাপেক্ষে ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ফার্মেসি অনুষদের ডিন কার্যালয়ে আবেদন করা যাবে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।