দুর্গম এলাকায় আলোর ছটা

দুর্গম এলাকায় আলোর ছটা

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; আরিফুল ইসলাম সিকদার, রাঙামাটি : পার্বত্যজেলা রাঙামাটির দুর্গম ও প্রাচীনতম উপজেলা বরকল। আর এই অঞ্চলেরই সর্বাত্মক পিছিয়ে পড়া একটি ইউনিয়ন আইমাছড়া। দুর্গম এলাকা হওয়ার সঙ্গে আধুনিকতা এবং উন্নয়নের ছোঁয়া না লাগায় এলাকাটি অনেকাংশেই পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি এবং শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় কিছু কিছু ক্ষেত্রে আলোর মুখ দেখছেন এই অঞ্চলের মানুষ। এরই ধারাবাহিকতায় আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমার প্রচেষ্টায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও কাউন্টার টেররিজম ইউনিটের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মিশুক চাকমা, নাভানা গ্রুপের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং নাভানা গ্রুপের পরিচালক আরফাদুর রহমানের যৌথ অর্থায়নে ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের ঠেগামুখ এলাকার আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি ল্যাপটপ, ২টি ৫৫০ ওয়াটের সোলার প্যানেল, ১৫০ অ্যাম্পিয়ার ব্যাটারি ২টি, আইপিএস ১টি এবং একটি প্রজেক্টর প্রদান করা হয়েছে।

উপকরণগুলো তাঁদের পক্ষে চেয়ারম্যান সুবিমল চাকমা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকুনুজ্জামান, বরকল উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা, দীলিপ চাকমা এবং ১২ বিজিবি প্রতিনিধিসহ আরও অনেকেই।

সুবিমল চাকমা তাঁর বক্তব্যে বলেন, ‘আন্ধারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি শত প্রতিকূলতার মাঝেও এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে আসছে। তাঁদের একাধিক না পাওয়া দূরীকরণের ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগীগণ আমার আহ্বানে সাড়া দিয়ে এই বিদ্যালয়ের জন্য যেসব শিক্ষা উপকরণ পাঠিয়েছেন, তার জন্য এলাকাবাসীর পক্ষ হতে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ 

অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ এবং উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরাও শিক্ষা উপকরণ প্রাপ্তিতে কৃতজ্ঞচিত্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।