বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের : ৯৬তম বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের : ৯৬তম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯৬তম। আর সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। সম্প্রতি প্রকাশিত ‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা করে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। এটি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠান।

কোনও দেশ তাঁর নাগরিকদের আগাম ভিসা ছাড়া কয়টি দেশে যাওয়া আসার সুবিধা প্রদান করতে পারে, তার ওপর ভিত্তি করে এ সূচক নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

সূচকের তথ্যমতে, ৪০টি দেশে ভিসামুক্ত অবস্থায় যেতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। গত বছর বাংলাদেশের অবস্থান ছিলো ১০৪তম। আর এবার সার্বিকভাবে ৮ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৯৬তম-এ।

সূচকে সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। দেশটির অবস্থান ১০৩তম। আফগানিস্তানের উপরে আছে ইরাক।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে মালদ্বীপ। দেশটির অবস্থান ৫৭তম। দেশটির নাগরিকেরা ৯১টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। প্রতিবেশি বন্ধুপ্রতিম দেশ ভারতের অবস্থান ৮০তম। ভুটানের অবস্থান ৮৪তম, শ্রীলঙ্কা রয়েছে ৯৫তম অবস্থানে এবং পাকিস্তানের অবস্থান ১০০তম।

বছরের বিভিন্ন সময় বিশ্বের শক্তিশালী পাসপোর্টের ইনডেক্স প্রকাশ করে বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেছেন, সিঙ্গাপুর গত এক দশক ধরে তাঁর দেশের নাগরিকদের ভ্রমণ স্বাধীনতা বৃদ্ধি করতে পেরেছে। সিঙ্গাপুর নতুন করে ২৫টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার অর্জন করেছে।

সূচকের তথ্য অনুযায়ী, সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারে এ দেশের পাসপোর্টধারীরা।

দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জার্মানি, ইতালি ও স্পেন। এ তিন দেশের পাসপোর্টধারীরা আগাম পাসপোর্ট ছাড়া ১৯০টি দেশে ভ্রমণ করতে পারেন।

তৃতীয় স্থানে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে সাতটি দেশ। যাঁরা আগাম ভিসা ছাড়া যেতে পারবে ১৮৯টি দেশে। এ সাতটি দেশ হলো অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স তাঁদের এ সূচক তৈরির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে তথ্য সংগ্রহ করেছে।