ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে ‘অলৌকিক নবজাতক’

ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে ‘অলৌকিক নবজাতক’

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় পেয়েছেন উদ্ধারকারীরা। এখন এই নবজাতককে ‘অলৌকিক’ বলা হচ্ছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ধ্বংসস্তূপ থেকে নবজাতকটিকে উদ্ধারের ভিডিও ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছোট ভিডিওটিতে দেখা যায়, একজন উদ্ধারকারী নবজাতকটিকে দুই হাত দিয়ে ধরে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

নবজাতকটিকে উদ্ধারের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন হোসাং হাসান নামের এক সিরীয় সাংবাদিক। তিনি টুইটারে লিখেছেন, ধ্বংসস্তূপ থেকে এক প্রসূতিকে উদ্ধারের সময় শিশুটির জন্ম হয়।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া নবজাতকের এই দৃশ্য তাঁর মাথা থেকে যাচ্ছে না। এই মর্মান্তিক ভূমিকম্পে তাঁর হৃদয় ব্যথিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ার আফরিনে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে আফরিন অবস্থিত। সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিলো সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই ৩ হাজার ৪১৯ জন নিহত হয়েছেন। আর সিরিয়ার সরকার ও বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিহত ১ হাজার ৬০২ জন। দুই দেশ মিলে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। উভয় দেশে হাজারো মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পে উভয় দেশে ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।

টুইটার লিঙ্ক : https://twitter.com/HoshangHesen/status/1622661295215452177?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1622661295215452177%7Ctwgr%5E8b18fa145f6e35fb72358a3137dbf6a680ffe5d9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fworld%2Fmiddle-east%2Fjxody2ks1v