বিদ্যুতের ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে নগদ ১ লাখ টাকা পুরস্কার।

বিদ্যুতের ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে নগদ ১ লাখ টাকা পুরস্কার।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; নালিতাবাড়ী (শেরপুর) : বিদ্যুতের ট্রান্সফরমার চোর ধরিয়ে দিতে পারলে নগদ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে আয়োজিত এক যৌথসভায় পল্লী বিদ্যুতের এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) ট্রান্সফরমার চুরির বিষয়টি আলোচনায় আনলে নগদ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।  

বৈঠকের একাধিক সূত্র জানায়, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলায় বেশ কয়েকটি স্থান থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। মূল্যবান এই ট্রান্সফার হারিয়ে কৃষকেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দিশেহারা হয়ে কৃষকেরা উপজেলা পরিষদে এসে কান্নাকাটিও করেন। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ উদ্বিগ্ন। কোনোভাবেই চোরদের ধরা যাচ্ছে না। রাতের আধারে চুরি করে তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বাঙলা কাগজ ও ডনকে জানান, ট্রান্সফরমার চুরি একটি জঘন্য কাজ। যে কৃষকের চুরি যায়, সে পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায়। অপরদিকে আবাদ হুমকির মুখে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয় কৃষক তথা সেচ মালিক ও বিদ্যুৎ গ্রাহকদের। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে এই ঘোষণা দিয়েছি, যে ব্যক্তি চোর ধরিয়ে দিতে পারবেন, তাঁকে নগদ ১ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি তাঁকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধায় অগ্রাধিকার দেওয়া হবে।

জানা গেছে, সর্বশেষ ছালুয়াতলা গ্রামের এক কৃষকের সেচ মেশিনের ৩টি ট্রান্সফরমারের মধ্যে ২টি গত ৩ জুলাই রাতে চুরি হয়ে গেছে। এতে করে তিনি নিঃস্ব হয়ে গেছেন। তাঁর সেচ মেশিনের আওতায় প্রায় ৭০ একর জমি আবাদ করা এখন হুমকির মুখে রয়েছে।