বৈঠকের সময় ২ জঙ্গি গ্রেপ্তার

বৈঠকের সময় ২ জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : খুলনায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরা সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃত দুই জঙ্গি সদস্য হলো : ঈষান হায়দার ও আব্দুল করিম।

র‌্যাব জানায়, বুধবার (২২ নভেম্বর) গভীর রা‌তে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকায় জঙ্গি সংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর দুইজন সদস্য ঈষান হায়দার (২৮), পিতা : মনিরুল হায়দার মৃদুল, গ্রাম : রাঘবপুর, থানা : সদর, জেলা : পাবনা এবং আব্দুল করিম (২৭), পিতা : মৃত আব্দুল কুদ্দুস বারী, গ্রাম : মানরাতুল কুশুরিয়া, থানা : হিজলা, জেলা : বরিশালদ্বয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রে‌স ব্রি‌ফিংয়ে র‌্যাব-৬ এর অ‌ধিনায়ক জানান, পূর্বের মতো সারাদেশে একযোগে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করার সক্ষমতা না থাকলেও, সাম্প্রতিককালে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে জঙ্গি সংগঠনের সদস্যরা। তবে র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর নেতাকর্মীরা পুনরায় সংঘটিত হওয়ার চেষ্টা চালিয়েও বার বার ব্যর্থ হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর সঙ্গে একত্রিত হয়ে পাহাড়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর আমীর ও শীর্ষস্থানীয় নেতাসহ প্রায় শতাধিক জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ৩ হাজার এবং হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে প্রায় ২ হাজার জঙ্গিকে আইনের আওতায় নিয়ে এসেছে র‌্যাব। যখনই জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে, তখনই র‌্যাব ফোর্সেস সাঁড়াশি অভিযানের মাধ্যমে জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত জঙ্গিরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদার মতাদর্শে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিলো। তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের বক্তব্য দেখে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে ওই সংগঠনে যোগদান করে। পরে তারা নিজেরাই সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলো। এ উদ্দেশ্যে সংগঠনের সদস্যদেরকে তারা বিভিন্ন উগ্রবাদি পুস্তিকা, মুসলমানদের উপর নির্যাতন ও উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও সরবরাহ করতো। অন্যদিকে তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য প্রদান করে তাদের আত্মীয়-স্বজন, বিভিন্ন মাদরাসা ও সদস্যদের নিকট থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করতো। এর পাশাপাশি তারা মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করে বিভিন্ন তথ্যের অপব্যাখা ও মিথ্যা তথ্যের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সদস্যদেরকে উগ্রবাদী করে তুলতো। গ্রেপ্তারকৃত ঈষান হায়দার একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলো। সে পূর্বে ধৃত ইয়াকুব হুজুরের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করে দাওয়াতি কার্যক্রম করতে থাকে। মূলত সে পাবনা জেলার দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করে আসছিলো। পাশাপাশি সে পার্শ্ববর্তী বিভিন্ন দেশের সমমনা ব্যক্তিদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রক্ষা করে সংগঠনের সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে পার্শ্ববর্তী দেশে প্রেরণের কাজে নিয়োজিত ছিলো। গ্রেপ্তারকৃত আব্দুল করিম পেশায় মুদি দোকানদার ছিলো। সে ধৃত ঈষান হায়দার এবং আব্দুল্লাহ এর মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করে দাওয়াতি কার্যক্রম করতে থাকে। সে তার নিজ এলাকা- বরিশালে দাওয়াতি কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনের নতুন সদস্যদের প্রশিক্ষণ প্রদান করতো বলে জানা গেছে। টার্গেট কিলিংয়ের ব্যাপারে সে অত্যন্ত উৎসাহী ছিলো বলে র‌্যাবকে জানিয়েছে। এর পাশাপাশি সে সংগঠনে নিয়মিত চাঁদা প্রদান এবং সংগঠনের অন্যান্য সদস্যদের নিকট হতে চাঁদা সংগ্রহ করতো। এ ছাড়াও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের প্রচার-প্রচারণা করে সাধারণ মানুষদের উগ্রবাদে উদ্বুদ্ধ করে আসছিলো। গ্রেপ্তারকৃতদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে জানা গেছে, উভয়ের নামেই পূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ কারণে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।