বাজেট অধিবেশন রোববার শুরু।

বাজেট অধিবেশন রোববার শুরু।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসছে রোববার (৫ জুন)। এ অধিবেশনেই ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। গত ১৮ মে এ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মহামারীকালের অন্য অধিবেশনের মতো এবারও সংসদ সদস্যদের করোনাভাইরাস নেগেটিভ সনদ নিতে হবে। তবে এবার নির্দিষ্ট দিনের জন্য তালিকা করে সংসদ কক্ষে ঢোকানোর নিয়ম থাকছে না। করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকলেই সব আইন প্রণেতা অধিবেশনে বসতে পারবেন।

মহামারীর কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিলো। বাজেট উত্থাপনের পর সম্পূরক বাজেট নিয়ে আলোচনা ও পাস এবং নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। এবারের অধিবেশন কিছুটা স্বাভাবিকভাবে চলতে পারে বলে জানা গেছে।

সরকারি দলের হুইপ ইকবালুর রহিম বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘এবার আমরা মাননীয় সংসদ সদস্যদের জন্য রোস্টার করছি না। করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকা সবাই সংসদে অংশ নিতে পারবেন।’

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা জানা গেছে, এবারের বাজেট অধিবেশন মহামারীকালের অন্য বাজেট অধিবেশনগুলোর চেয়ে দীর্ঘ হতে পারে। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্যবিধি মানা হলেও আগের মতো কড়াকড়ি থাকবে না, তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং গণমাধ্যম কর্মীদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

গত ৬ এপ্রিল সপ্তদশ অধিবেশন শেষ হয়।