বিএনপির মহাসমাবেশের দিন আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করতে চায় আ.লীগের ভ্রাতৃপ্রতিম ৩ সংগঠন

বিএনপির মহাসমাবেশের দিন আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করতে চায় আ.লীগের ভ্রাতৃপ্রতিম ৩ সংগঠন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : রাজধানীতে মহাসমাবেশের অনুমতি না পেয়ে গোলাপবাগ মাঠে অনুমতি মেলার একদিন পর শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চায় বিএনপি। আর বায়তুল মোকাররমের পশ্চিম-দক্ষিণ গেট এলাকা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশের অনুমতি না পেয়ে আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্যমেলার পুরোনো মাঠে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তবে বিএনপির ঘোষণার পর তাঁরা মাঠ প্রস্তুত নয় জানিয়ে সমাবেশটি বৃহস্পতিবারের বদলে শুক্রবারই (২৮ জুলাই) করবে বলে জানিয়েছে।

আগারগাঁওয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ৩ সংগঠনের সমাবেশ করার বিষয়টি বাঙলার কাগজকে নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায়, সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করা হবে।

প্রথমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি চেয়েছিলো আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। শুরুতে তাঁদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে মানা করা হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। প্রক্টরিয়াল বডি এ নিয়ে বৈঠকেও বসে। কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশের অনুমতি দেওয়া হয় নি। পরে শান্তি সমাবেশ আগাঁরগাওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আয়োজনের কথা বলা হয়েছে।

শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের এই তিন সংগঠনের শান্তি সমাবেশ ছাড়াও বিএনপি মহাসমাবেশ করতে চাইছে। ফলে আশুরার ঠিক একদিন আগে রাজধানীর রাজপথে বড় দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।