বিএনপির সঙ্গে থাকা ৩৫ দলেরও মহাসমাবেশ শুক্রবার

বিএনপির সঙ্গে থাকা ৩৫ দলেরও মহাসমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ ডেকেছিলো বিএনপি। দলের কর্মসূচি পরিবর্তনের পর যুগপৎ আন্দোলনে থাকা ৩৫টি রাজনৈতিক দলও তাদের কর্মসূচি একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) করবে বলে ঘোষণা দিয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাতে সংগঠনগুলোর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোটের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে, গণতন্ত্র মঞ্চ প্রেসক্লাব এলাকায়, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর আলরাজী কমপ্লেক্সের সামনে। বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ লেবার পার্টিও বিজনয়নগর পানির ট্যাঙ্কির সামনে, গণঅধিকার পরিষদ বিজয়নগর কালভার্ট রোডে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করবে।

এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপি। শেষ পর্যন্ত নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।