ফাগুন দুয়ারে এলো

ফাগুন দুয়ারে এলো

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : পালাবদল চলছে আবহাওয়ায়। শীতার্ত মাঘের বিদায় আজ। ঋতুরাজ বসন্তের হাওয়ার কাঁপন এখন প্রকৃতিতে। অল্পস্বল্প করে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাড়ছে উষ্ণতা। মৌসুমের বর্তমান সময়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে অবস্থান করছে। উত্তরাঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই শীতের আমেজ আর কুয়াশা প্রায় কেটে গেছে। দিনভর উজ্জ্বল সূর্যের তেজ চড়ছে। আবহাওয়াই জানান দিচ্ছে, ‘বসন্ত এসে গেছে...।’

প্রকৃতি বলছে, শীতের হাওয়া বিদায় নিচ্ছে। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। তাই বসন্তের আগমনের সুরে সুরে ভেসে আসছে ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে।’