পদ্মা সেতু সংলগ্ন সড়কে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল ২ দিন বন্ধ।

পদ্মা সেতু সংলগ্ন সড়কে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল ২ দিন বন্ধ।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৪ জুন ভোর থেকে ২৬ জুন সকাল পর্যন্ত সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাকগুলোকে আগামী ২৪ জুন ভোর থেকে ২৬ জুন সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরিতে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর একদিন পর ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে এটি। পদ্মা সেতু দেশের খরস্রোতা পদ্মা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হচ্ছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর ও পূর্বাংশের সংযোগ ঘটছে। সবমিলিয়ে দেশের অবহেলিত ২১টি জেলা যুক্ত হচ্ছে অন্যান্য জেলাগুলোর সঙ্গে। এতে দেশের জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে অন্তত ১ দশমিক ২৩ শতাংশ। আর স্থানীয়ভাবে (সংশ্লিষ্ট জেলাগুলোতে) জিডিপি প্রবৃদ্ধি বাড়তে পারে ২ শতাংশেরও বেশি।