পাকিস্তানে নির্বাচন কমিশন দপ্তরের কাছে বিস্ফোরণ

পাকিস্তানে নির্বাচন কমিশন দপ্তরের কাছে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : পাকিস্তানের করাচি শহরে প্রাদেশিক নির্বাচন কমিশন দপ্তরের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয় নি।

জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র ছয়দিন আগেই এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। 

করাচি পুলিশ জানায়, করাচির সদর এলাকায় প্রাদেশিক নির্বাচন কমিশন দপ্তরের গাড়ি রাখার জায়গায় বিস্ফোরক ভরা একটি প্লাস্টিকের ব্যাগ রেখে গিয়েছিলো দুর্বৃত্তরা। 

পুলিশ এও জানিয়েছে, গাড়ি পরিষ্কার করার সময় এক কর্মী ব্যাগটি দেখতে পান। পরে তিনি সেটিকে সদর পাসপোর্ট দপ্তরের পাশে ছুড়ে ফেলেন। 

বোমাটির সঙ্গে একটি টাইম ডিভাইস সংযুক্ত ছিলো।