ইসরায়েলে থাকবে না আল-জাজিরা

ইসরায়েলে থাকবে না আল-জাজিরা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কাতারের টেলিভিশন চ্যানেল আল-জাজিরাসহ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধে সরকারকে ক্ষমতা দিয়ে একটি আইন অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট।

ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আল-জাজিরার আঞ্চলিক কার্যালয় বন্ধে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন। 

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট বিলটি অনুমোদন করায় এখন সরকার যেসব বিদেশি সংবাদমাধ্যমকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করবে, সেসব সাময়িকভাবে নিষিদ্ধ করার অনুমতি পাবে।

এ আইনের আওতায় ইসরায়েলে বিদেশি সংবাদমাধ্যমের সম্প্রচার একই সময় ৪৫ দিন পর্যন্ত নিষিদ্ধ করা যাবে। তবে এ মেয়াদ নবায়নযোগ্য। আগামী জুলাই পর্যন্ত কিংবা গাজায় উল্লেখযোগ্য মাত্রায় লড়াই শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আল-জাজিরার সম্প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ইসরায়েল থেকে আল-জাজিরা আর তাদের সম্প্রচার চালাতে পারবে না। এই সম্প্রচার নেটওয়ার্ককে ‘সন্ত্রাসী চ্যানেল’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

কয়েক বছর ধরেই ইসরায়েলের কর্মকর্তারা আল-জাজিরাকে ‘ইসরায়েলবিরোধী পক্ষপাতদুষ্ট’ চ্যানেল বলে অভিযুক্ত করে আসছিলেন। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে তাঁদের এ সমালোচনা জোরালো হয়েছে। ওই সময় হামাসের হামলায় ইসরায়েলের ১৪০০ মানুষ নিহত হন। ইসরায়েল জানিয়েছে, হামাসের সঙ্গে আল-জাজিরার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে সম্প্রচারমাধ্যমটি এ দাবি নাকচ করেছে।