পাওয়া গেছে হিলালীকে।

পাওয়া গেছে হিলালীকে।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালীর সন্ধান মিলেছে। রোববার (৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের তেঁতুলতলা এলাকায় কে বা কারা তাঁকে ফেলে গেছে বলে তাঁর ভাই রফিকুল ইসলাম হিলালী বাঙলা কাগজ ও ডনকে জানিয়েছেন।

রফিকুল ইসলাম হিলালী বলেন, এক অটোচালকের মুঠোফোন থেকে আমিন মোহাম্মদ হিলালী যোগাযোগ করে বিষয়টি তাঁকে জানিয়েছেন। তিনি উত্তরা পশ্চিম থানায় বিষয়টি জানিয়েছেন। তাঁদের একটি টিম হেমায়েতপুরে যাচ্ছে। সাভার থানাকেও বিষয়টি জানানো হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, গত শুক্রবার (পহেলা জুলাই) রাত আটটার দিকে বাসা থেকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে বের হন তাঁর ভাই আমিন মোহাম্মদ হিলালী। বাসা থেকে বের হওয়ার আগে ফোনে গাড়িচালক জামাল উদ্দিনকে ১০ থেকে ১৫ মিনিট পর অফিসে আসতে বলেন। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় গত শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন রফিকুল ইসলাম হিলালী।

এদিকে রোববার (৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন আমিন মোহাম্মদ হিলালীকে ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানিয়েছিলেন তাঁর ভাই রফিকুল ইসলাম হিলালী।

আমিন মোহাম্মদ হিলালী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত অর্থ আত্মসাৎ মামলার আসামি। ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে গত ৫ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টিসহ ৬ জনের বিরুদ্ধে করা এ মামলায় তিনি ৬ নম্বর আসামি।