নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তালা
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলছে। সকালে কোনও নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায় নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর নয়াপল্টনের কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাফুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে। তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
বিএনপির কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বাঙলার কাগজ ও ডনকে বলেন, গতকাল রাতে পুলিশি অভিযান শেষে কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।
নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গলির মুখে পুলিশ অবস্থান করেছে।
বুধবার নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।