নগরকান্দায় রাঁতের আধারে যুবকের অণ্ডকোষ কেটে দিয়েছে দুর্বৃত্তরা!

নগরকান্দায় রাঁতের আধারে যুবকের অণ্ডকোষ কেটে দিয়েছে দুর্বৃত্তরা!

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দায় গভীর রাঁতে এক যুবকের অণ্ডকোষ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার রামনগর ইউনিয়নের ভজেরডাঙ্গী গ্রামের ছলেমান সেখের ছেলে আবুল হাসানের (৩৫) দুটি অণ্ডকোষ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত বুধবার (১৫ জুন) দিবাগত রাঁতে ঘরে শুয়ে ছিলো আবুল হাসান। মধ্য রাঁতে কে বা কারা ডাক দিলে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা মাত্র ৪/৫ জন লোক দেখেন তিনি। তারপর কি ঘটেছে, তিনি জানেন না। তবে সকালে হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারেন, তাঁর দুটি অণ্ডকোষ কেটে নিয়ে গেছে।

ভুক্তভোগী আবুল হাসানের বাবা ছলেমান সেখ বাঙলা কাগজ ও ডনকে বলেন, ঘটনার দিন সকালে আবুল হাসানের বউকে নিয়ে তার শশুরবাড়ি চর গজারিয়া বেড়াতে যায়। এবং বউকে সেখানে রেখে বাড়িতে চলে আসে। ঘটনার দিন রাঁতে ঘরে একা ঘুমিয়ে ছিলো আবুল হাসান। ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে দেখি, ঘরের দরজা খোলা। এগিয়ে দেখি, ছেলে আমার অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। রক্তে মেঝ ভিজে গেছে। তড়িঘড়ি করে তাঁকে আমরা হাসপাতালে নিয়ে যাই।

বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন বলেই জানান।

এ ব্যাপারে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিন বাঙলা কাগজ ও ডনকে বলেন, ঘটনাটি আমাকে জানিয়েছে, কিন্তু থানায় তাঁরা কেউ অভিযোগ করে নি। 

অণ্ডকোষ কাটা নিয়ে নগরকান্দা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফতেখার আজাদ বাঙলা কাগজ ও ডনকে বলেন, যদি কোনও মানুষের অণ্ডকোষ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে তাঁর রক্তক্ষরণ বন্ধ করে দিতে হবে। এবং সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসা দেওয়া হলে তাঁর মৃত্যু ঝুঁকি কমে যায়।

ছেলে আবুল হাসানের এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তাঁর বাবা ছলেমান সেখ।