ধর্ম প্রতিমন্ত্রী : কুমিল্লার ঘটনা ইচ্ছাকৃত ও পরিকল্পিত

ধর্ম প্রতিমন্ত্রী : কুমিল্লার ঘটনা ইচ্ছাকৃত ও পরিকল্পিত
ডন প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমামনার ঘটনাটি ‘ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে’ দেশবিরোধী ‘অপশক্তি’ ঘটিয়েছে মন্তব্য করে ধর্ম প্রতিমন্ত্রী ফ‌রিদুল হক খান বলেছেন, এতে দলের লোকজন জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদেরসঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। ফরিদুল বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ অপশক্তিকে কোনও অবস্থাতেই ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে আমার দলেরও যদি কেউ থাকে ওই অপশক্তি আন্ডারে, তাকেও ছাড় দেওয়া হবে না। প্রতিমন্ত্রী আরও বলন, ‘যারা এ ঘটনারসঙ্গে যুক্ত তারা কোনও ধর্মে বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে।’ এ ধরনের ঘটনার পুরাবৃত্তি বন্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এ সময় উপস্থিত ছিলেন।