দেশবাসীকে শিরোপা উৎসর্গ করলেন সাবিনা।

দেশবাসীকে শিরোপা উৎসর্গ করলেন সাবিনা।

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল নেপাল থেকে দেশে ফেরার পর অভূতপূর্ব শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছে। বিমানবন্দরেই তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং কেক কাটা ছাড়াও ওখান থেকেই তাঁদেরকে বাফুফে পর্যন্ত ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় আশেপাশে দাঁড়িয়ে থেকে হাজার-হাজার মানুষ সাবিনাদেরকে ফুল ছিটিয়ে দেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান। কেউবা আবার দৌড়ে তাঁদের গাড়ির সঙ্গে অনেকটা পথ আসেন। আর মোটরসাইকেলের বহরের কথা তো বলাই বাহুল্য।

সাফ জয় করার পর সানজিদা আক্তারের একটি আবেগঘন পোস্টে ছাদখোলা বাসের ব্যবস্থা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর অন্যান্যদের উচ্ছ্বাস তো ছিলোই। সবমিলে বিমানবন্দরেই ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন সাবিনারা। সেখানে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‌‘আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সকলকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন কিংবা ২০ কোটি বলুন, সকল মানুষের।’

এ সময় বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন এভাবে নারী দলকে বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলেন ফুটবলার সানজিদা আক্তারও। তিনি স্ট্যাটাস দেওয়ার পর ছাদখোলা বাসের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এরপর নারী ফুটবল দল ও স্টাফেরা ট্রফি নিয়ে বিজয় মিছিল করে ছাদখোলা বাসে উঠেন।

গত সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জয় করে বাংলাদেশ নারী ফুটবল দল।