দুর্নীতি মামলায় ওসি প্রদীপ ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

দুর্নীতি মামলায় ওসি প্রদীপ ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
ডন প্রতিবেদন : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ও তাঁর স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। সোমবার (২২ নভেম্বর) অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর দিন নির্ধারণ করা ছিলো। কিন্তু আসামি পক্ষ সময় চেয়ে আবেদন করলে, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ অভিযোগ গঠনের শুনানি স্থগিত করেন। আদালত সূত্র জানায়, আসামির জামিন আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বাংলা কাগজ এবং ডনকে বলেন, আদালত গত ১ সেপ্টেম্বর ওই দম্পতির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য ২২ নভেম্বর দিন নির্ধারণ করেন। গত বছরের ৩ আগস্ট প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ বছর ২৬ জুলাই তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, প্রদীপের স্ত্রী চুমকির নামে চট্টগ্রামের পাথরঘাটায় ৬ তলা বাড়ি, ষোলশহরের বাড়ি, ৪৫ ভরি সোনা, একটি ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস এবং কক্সবাজারে একটি ফ্ল্যাট আছে। তাঁর ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকা।