ঢাবির ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেলেন অর্থনীতিবিদ জঁ তিরোল

ঢাবির ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেলেন অর্থনীতিবিদ জঁ তিরোল

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেয়েছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জঁ তিরোল।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ তাঁর হাতে ডক্টর অব লজের সনদ তুলে দেন। এরপর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় ড. জঁ তিরোলের নাম অন্তর্ভুক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ৫২ জনকে ডক্টর অব লজ ডিগ্রিতে ভূষিত করা হয়। 

এর আগে সমাবর্তন বক্তা ড. জঁ তিরোলের সাইটেশন পাঠ করেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এরপর অনুষ্ঠানে ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রিতে ভূষিত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এদিন সকাল ১১টা ৫৫ মিনিটে কার্জন হল প্রাঙ্গণ থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদের শোভাযাত্রায় ৫৩তম সমাবর্তন শুরু হয়। 

দুপুর ১২টায় রাষ্ট্রপতি অনুষ্ঠান উদ্বোধন করেন।