ডলারের কারসাজি থামাতে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার অভিযান।

ডলারের কারসাজি থামাতে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার অভিযান।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ডলারের লেনদেনের ক্ষেত্রে কোথাও কোনও ধরনের কারসাজি হচ্ছে কি-না, তা শনাক্ত করতে অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থা এনএসআই।

রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ অভিযানের বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ডলার নিয়ে কোনও অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘ডিজিটাল প্লাটফর্মে যেখানে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয়, এমন সব প্রতিষ্ঠানে আজ (রোববার) কেন্দ্রীয় ব্যাংকের ২টি পরিদর্শন টিম অভিযান চালায়। এসব প্রতিষ্ঠান হুন্ডি বা অন্য কোনও ব্যবস্থায় ডলার কেনাবেচা করছে কি-না পরিদর্শন টিম তা দেখেছে। এ ব্যাপারে অনিয়মের খোঁজ পাওয়া গেছে।’

তিনি বলেন, আগে আমরা ১০টি টিম মার্কেটে পাঠিয়েছিলাম। মার্কেটে গিয়ে তাঁরা কিছু তথ্য পেয়েছিলো। যা রুলস-রেগুলেশন কভার করে না। যাঁদের লাইসেন্স আছে, তাঁরা ছাড়াও অনেকে ডলার কেনাবেচার সঙ্গে জড়িত। এমনও পাওয়া গেছে, একটি লাইসেন্স নিয়েছে গুলশানে, তাঁদের আরেকটা শাখা হয়তো মিরপুরে আছে। যাঁরা এমন ব্যত্যয় ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে জরুরিভাবে ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে, কাদের আমরা লাইসেন্স দিয়েছি।’ 

‘তা ছাড়া অন্য প্রতিষ্ঠানকে সিলগালা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া যাঁরা কাজ করছে, তাঁদের অপরাধের ধরন অনুযায়ী কোনোটা বাতিল হতে পারে, কোনোটা স্থগিত হতে পারে।’

‘সঙ্কট’ কাটাতে বাংলাদেশ ব্যাংক জুলাইয়ে ১ হাজার ১৩৬ মিলিয়ন ডলার সরকারের জরুরি খাতগুলোর পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে সাপোর্ট দিয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।